আমার বঙ্গবন্ধু পর্ব এক (1)
আজ নয় ডিসেম্বর ২০১৯ সাল, বাঙালী জাতির জন্য বিশেষ একটি দিন। বঙ্গবন্ধু যদি ঘাতকদের নির্মমতার শিকার না হতেন তাহলে আমরা দিন গুনতাম ১৭ মার্চের। কারণ ১৯২০ সালের মার্চ মাসের সতেরো তারিখেই আমাদের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হিসাব অনুযায়ী ২০২০ সালের ১৭ মার্চে হতো তাঁর জন্মের শততম বর্ষপূরণ । আজ থেকে আর মাত্র ১০০ টি দিন বাকি। এর অর্থ দাঁড়ালো বঙ্গবন্ধুর ১০০ বছর পূর্ণ হতে আর মাত্র ১০০ টি দিন আছে সামনে।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাষ্ট্র বহুমূখী দায়িত্ব গ্রহণ করেছে বলে আমরা গর্বিত। উল্লেখ্য আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়াম, মিরপুর, ঢাকায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৯ BPL এর বিশেষ এডিশন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন গ্রহণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন জননেত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমাদের দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দের সাথে ভারতবর্ষের অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ শিল্পী সনো নিগম, ক্যাটরিনা কাইফ ও সালমান খানের নাচে গানে ভরে উঠে মানুষের মন আর দিক দিগন্ত। ক্যাটরিনা কাইফ এর মুখে জয় বাংলা !!! জয় বঙ্গবন্ধু!!! শুনে ভালো লাগার মাত্রা ছুটে গেছে আমার বাড়ীর দিগন্ত জোড়া মাঠে। বলা বাহুল্য যে, আমার বাড়ী থেকে আগরতলা সীমান্ত খুব বেশী দূরে নয়। যার ফলে যুদ্ধের ব্যাপক কার্যক্রম সংগঠিত হবার প্রমান মিলতো প্রতিনিয়ত। আমাদের ঐ এলাকায়
মুক্তিযুদ্ধ শুরু হবার আগে এবং যুদ্ধ চলাকালীন সময়ে আবাল, বৃদ্ধ, বনিতা, সকলের মুখের জয় বাংলা!!! জয় বঙ্গবন্ধু!!!
শিহরিত করেছিল আকাশ বাতাস আর দিক দিগন্ত। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত হতো কত কবিতা আর কত গান। যেসব কবিতা, গান ফিরতো বাঙালীর মুখে মুখে। সেসব কথা মনে হলে আজও আবেগে হই আপ্লুত আর নিজের অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়ে উষ্ণ অশ্রু বিন্দু।
বঙ্গবন্ধু অমর!!!
বঙ্গবন্ধু ইতিহাস!!!
বঙ্গবন্ধু পথের দিশারি!!!
নাসরিন নাহীদ
নয় ডিসেম্বর ২০১৯