অনামিকার ভাবনা - উনত্রিশ (29)
মরহুম শাহ্ মোহম্মদ ফরহাদ
(পর্ব দুই)
আজ দশম রমজান, পনেরো মে নিজস্ব মাটির ঘরের আপন শয্যায় শায়িত হলেন আমাদের সকলের শাহ্! বাদ জোহর মরহুমের জানাজার পর তাঁর মরদেহও বিদায় নেবে চিরতরে পৃথিবীর সকল বলয় থেকে। তাঁর সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের সব ধরনের যোগাযোগ, শুধুমাত্র কার্যকরী থাকবে দোয়ার যোগাযোগটা।
সকলের পছন্দের প্রিয় মানুষটির জন্য ভিয়েনার জামে মসজিদগুলিতে করা হচ্ছে নিয়মিতভাবে বিশেষ ক্ষণে বিশেষ দোয়া। আজকে দাফন সম্পন্ন করার পর সন্ধ্যা সাতটায় ভিয়েনার বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে মরহুম শাহ্ মোহম্মদ ফরহাদ ভাই এর জন্য বিশেষ দোয়া মাহফিল। অস্ট্রিয়ার বাঙালী সমাজের সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। শূন্যতা বিরাজ করছে সকলের মনে। অপূরণীয় ক্ষতি কিভাবে সামলানো যাবে এ প্রশ্ন কম বেশি সবারই মনে। শাহ্ মোহম্মদ ফরহাদ ভাই এর জানাজায় অংশ গ্রহণ করতে এসেছে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ।
মরহুম শাহ্ মোহম্মদ ফরহাদ ভাই এর দাফন এর দিন ধার্য হবার সাথে সাথেই আমি ছোট্ট একটি বিবৃতি ফেবুতে এবং ইনবক্সে পোস্ট করি। UK থেকে শোকার্ত জহির জানায় টুটুল জানাজায় অংশ গ্রহণের জন্য ১৪ মে ভিয়েনায় পৌঁছে যাবে। ভারাক্রান্ত মনে সংবাদটি আমাকে আবেগ আপ্লুত করে তুললো । ঐ দিনই খবর পেলাম আরো অনেকেই আসবে। ১৪/০৫ তারিখেই তারাবীহ নামাজ শেষে তাহের ভাইকে দেখে অবাক হয়ে গেলাম। বুঝতে বাকি রইলো না আগমনের হেতু। কারণ পরিবারের সদস্যদের নিয়ে দুই সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরে গিয়েছিলেন ২০ এপ্রিলে। তাহের ভাই এর কাছে আরো অনেকের নাম জানলাম যারা জানাজার উদ্দেশ্যেই আসছেন। শুধু প্রাণের টানেই মানুষ পারে রোজা রেখে, সংসার সহ সকল কর্মব্যস্ততা তুচ্ছ করে, দেড় সহস্রাধিক কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসতে। কেউ কেউ আজ সকালেই এসেছে এবং ফিরে যাবে আজই।
মরহুম শাহ্ মোহম্মদ ফরহাদ ভাই এর জানাজায় অংশ গ্রহণ করেছে অগণিত মানুষ। ৫ নম্বর গ্রুপের ২ নম্বর লাইনের মাটির ঘরে শায়িত হলেন সকলের বরেণ্য মহান ব্যক্তিত্ব। সবার সাথে সব ধরনের সম্পর্ক চুকিয়ে দিয়ে চির নিদ্রায় বিভোর হয়ে আছেন আমাদের শাহ্! আমাদের বাদশাহ্! আর কোনোদিন দেখা হবে না ভাবছি আর শিহরিত হচ্ছি। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম উষ্ণ নোনা জল। বিদায়! চির বিদায়!
”চলবে”