অনামিকার ভাবনা - ছাব্বিশ (26)
বসন্ত বার্তা
আজ মার্চ মাসের আট তারিখ। প্রচন্ড শীতের অলসতায় জড়সড় হয়ে থাকা অবস্থান থেকে বের হয়ে আসবার সময় হয়ে এসেছে প্রকৃতির। এ বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত করা যাচ্ছে আবহাওয়ার ক্রমবর্ধমান পরিবর্তনের রূপ দেখে। শীতের ঘন নীল আকাশের দিকে তাকিয়ে দেখছি ঘন কালো মেঘ জোর করেই ঢেকে রাখতে চাইছে আকাশটাকে এবং তার নীলকে। কিন্তু উত্তর - পশ্চিম দিক থেকে বেগবান শীতল হাওয়া সজোরে ঠেলা ধাক্কার আর টানা হেঁচরার মধ্যে রাখবার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেঘের পরিবার, মেঘের দল, আর মেঘের এলাকাটাকে। যেন ওরাই মেঘের শাসক, নিয়ন্ত্রক এবং বিচারক। Supreme authority যেন তাদেরই । আমি মেঘের এই অবস্থা দেখে অনেকটা আবেগ তাড়িত হয়ে পড়ছি। মেঘ নিজস্ব গণ্ডিতে টিকে থাকার জন্য কত চেষ্টাই না করছে । নিরুপায় হয়ে এদিকে ওদিক ছোটাছুটি করে আবার বৃষ্টি হয়ে ঝরে ও পড়ছে। আমি কেমন যেন একটা মিল খুঁজে পাচ্ছি মেঘের সাথে আমাদের মত অভিবাসীদের ।
পৃথিবীর উত্তর গোলার্ধের অস্ট্রিয়া নামের এই দেশটিতে রয়েছে চৌঋতুর প্রভাব। তবে শীতের সময়কালটাকেই দীর্ঘ বলে স্বীকৃতি দেয়া হয়ে থাকে এবং বাস্তবে ও তাই । শীতের সময়কালটা দীর্ঘ কারণে সকল জীব বৈচিত্র্যের মধ্যে পরিলক্ষিত হচ্ছে অসাধারণ, অসামান্য সৌন্দর্যে পরিপূর্ণ বসন্তকালের।
পৃথিবীর উত্তর গোলার্ধের বসন্তকালের স্বীকৃত সময়কাল হচ্ছে ২০ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত । মার্চ মাসের শুরু থেকেই অনুভূত হচ্ছিল বাসন্তী হাওয়ার এবং রঙ- রূপের। আমি প্রতিদিন সকালে নানান কারণে বাড়ি থেকে বের হই। সবসময়ই প্রকৃতির নানান পরিবর্তন আমার অনুভূতিকে অন্যভাবে জাগ্রত করে । যেদিকে তাকাই কেমন যেন একটা প্রাকৃতিক পরিবর্তন । বড় বড় গাছ গাছালি গুলির কঙ্কালসার গড়ন পূর্ণতা পাবার অভিপ্রায়ে কেমন যেন পুরু হয়ে উঠছে। পরিবর্তন আসছে শুকনো গাছের ডাল পালারও । মাঝারি ধরনের গাছ গাছালির মধ্যে ও পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। মাটির দিকে তাকিয়ে দেখছি মাটির রঙের বিশেষ পরিবর্তন। মাটির ভিতর থেকে যে ডালগুলো বের হয়ে এসেছে সেই ডাল গুলি কে দেখলে পরিষ্কার বোঝা যায় যে তারা যেন মাটির অভ্যন্তরীণ সাজ সজ্জা গ্রহণ করে অকপটে বের হয়ে এসেছে বাড়ির পাশে, পথের ধারে, বলা যায় শুধুমাত্র ডাল এবং ডালে শুধু ফুল । এদের ফুল সজ্জা দেখে আমার মনেও বসন্ত জাগ্রত হতে শুরু করেছে। আপনহারা মন আমার গাইতে ও শুরু করেছেঃ
"আজি বসন্ত জাগ্রত দ্বারে।
ডালে ডালে ফুলে ফুলে
পাতায় পাতায় রে।।"
আমি আকাশ, মাটি, ফুল শোভিত শুকনো ডালের কিছু ছবি তুলে নিলাম আমার অনামিকার ভাবনার পাঠকদের জন্যে।