অনামিকার ভাবনা - কুড়ি (20)

সাইপ্রাস এর উদ্দেশ্যে যাত্রা ।

এগারোই আগস্ট সকাল আটটায় আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। পাঁচ দিনের একটি ছোট্ট সফর । ভিয়েনা এয়ারপোর্টে এসে জানতে পারলাম উড়োজাহাজ ছাড়বার দু'ঘণ্টা বিলম্বের কথা এবং বিলম্বের কারণ। খুব কমই এমন বিলম্বের ঘটনা ঘটে । বিলম্বজনিত কারণে কর্তৃপক্ষ মধ্যাহ্নভোজ প্রদানের অভিপ্রায় জ্ঞাপন করলো। কর্তৃপক্ষের আয়োজনানোযায়ী অপেক্ষেয়মান আমরা যাত্রীসকল গেলাম Johannes Strauß Restaurant এ। ভাল লাগলো ওদের আতিথেয়তা । অস্ট্রিয়ার আইন অনুযায়ী এই ক্ষতি পুষিয়ে দেওয়ার নিয়মকে বলে Mangel Schaden Ersatz.

Level Airline's এ যাচ্ছি আমরা । 16/7/2018 তারিখে প্রথম কার্যক্রম শুরু হয়েছে এই এয়ারলাইন্স এর।

আমরা ভূপৃষ্ঠ থেকে আকাশ পথে রওয়ানা হয়েছি যথাসময়ে । শুরুতেই নীচে দেখতে পেলাম Neusedler See. বহুবার গেছি See টিতে। পাড়ে ঘুরে বেড়িয়েছি । ঘুড়তে ঘুড়তে ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিয়েছি , সাথে নিয়ে যাওয়া খাবার খেয়েছি সবাই মিলে । আনন্দ করেছি কত! পাথরে বাধানো ঘাটে বসে পানিতে ভিজিয়েছি পা। কখনো কখনো কয়েকজন মিলে নেমেছি পানিতে । সাঁতার কেটেছি মহানন্দে। কয়েক বার জাহাজে করে ঘুরে বেড়িয়েছি , দেখেছি সকল পাড়। অস্ট্রিয়া এবং হাঙ্গেরির উপরের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত এই See (লেইক) টি দেখছি এখন আকাশ পথ থেকে । কুল কিনারা দৃষ্টির আড়ালে থাকা See টা দেখে মনে হচ্ছে যেন একটি দীঘি । বিভিন্ন পাড়ে একত্রিত হয়ে থাকা বহু মানুষ।

আমাদের যাত্রা পথ তিন ঘণ্টার। আমরা মধ্যে ইউরোপের ভিয়েনা থেকে পূর্ব ইউরোপ এবং ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের দিকে সিরিয়া ও লেবাননের কাছাকাছি দ্বীপ সাইপ্রাস এ যাচ্ছি । দ্বীপটির পূর্ব উপকূলের একটি সুপরিচিত শহর লারনাকায় অবতরণ করবে জাহাজটি। ইনশাল্লাহ্!
আনুমানিক এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব গন্তব্যে । পাইলটের ঘোষণা অনুযায়ী 35 মিনিটের মধ্যেই উড়োজাহাজ অবতরণ করবে Larnaka বিমান বন্দরে । জাহাজ উড়ে চলছে গতি কমিয়ে এবং নিম্নমুখী হয়ে ।

ক্রমেই পরিষ্কারভাবে দৃষ্টি গোচর হচ্ছে ভূ-পৃষ্ঠ। প্রথমেই দেখলাম তুরস্ক অংশের পশ্চিম প্রান্ত। মানচিত্রে যে অংশটিকে মাছের লেজের মতো দেখায় । পাথরের মতো দেখা যাচ্ছে প্রচুর বাড়ি ঘর। নামছি দ্রুত গতিতে, দেখা যাচ্ছে ভূমধ্যসাগরের নীল নোনা জল ,আর সময়ের +ve পরিবর্তন হয়ে গেছে এক ঘন্টা । মনটা ভরে উঠেছে অপরূপ সৌন্দর্যে মোহিত হবার অন্য কোন এক মাত্রায়।
--নাসরিন নাহীদ

Previous
Previous

অনামিকার ভাবনা - বাইশ (22)

Next
Next

অনামিকার ভাবনা - উনিশ (19)